২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথমপত্র
গদ্যাংশ : মমতাদি- মো: জাকীর হোসেন, সিনিয়র শিক্ষক (বাংলা বিভাগ), বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, বনানী, ঢাকা।, মাস্টার ট্রেইনার (বাংলা) ও বোর্ড পরীক্ষক
- ৩০ মার্চ ২০২৩, ০০:০৫
সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের বাংলা প্রথমপত্রের ‘গদ্যাংশ : মমতাদি’ থেকে আরো ৯টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১৪। মমতাদির মুখ চমকে লাল হওয়ার কারণ-
i) পনের টাকা বেতন ধার্য করা
ii) মায়ের ‘রাঁধুনী’ বলা
iii) আত্মমর্যাদার ঘা লাগা
নিচের কোনটি সঠিক?
ক) ii খ) iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৫। স্কুলপড়–য়া ছেলে ও তার পরিবারের মাঝে প্রকাশ পায়-
ক) করুণা ও মানবিক দায়িত্ব
খ) সম্মান ও সহমর্মিতা
গ) সহায়তাপূর্ণ আচরণ
ঘ) প্রত্যাশা ও প্রাপ্তি
১৬। কোনটির ক্ষেত্রে মমতাদির কোনো দ্বিধা ছিল না?
ক) খোকাকে বাড়ি নিয়ে যাওয়ার ক্ষেত্রে
খ) স্নেহ ও ভালোবাসা দেয়ার ক্ষেত্রে
গ) খোকাকে আপ্যায়ন করার ক্ষেত্রে
ঘ) যেকোনো কাজ করার ক্ষেত্রে
১৭। কে সারা রাত পেটে ব্যথায় ঘুমায়নি?
ক) মমতাদি
খ) মমতাদির স্বামী
গ) মমতাদির ছেলে
ঘ) খোকা
১৮। খোকা মমতাকে কী দেখাতে চেয়েছিল?
ক) বাড়ি
খ) ঘর
গ) রান্নাঘর
ঘ) খোকার শোবার ঘর
১৯। মমতাদিকে সবাই ভালোবাসত কেন?
i) সে কাজকর্মে দক্ষ
ii) সে অসহায় মেয়ে
iii) সে মমতাময়ী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২০। মমতাদির ঘরে চৌকির নিচে ছেলেটি কী লক্ষ করল?
ক) ঘড়ি খ) পুরনো যন্ত্রাংশ
গ) চরকা ঘ) লাটিম
২১। মমতাদির ঘরে এক কোণে পাশাপাশি রক্ষিত ট্রাঙ্ক কয়টি?
ক) একটি
খ) দুইটি
গ) তিনটি
ঘ) চারটি
২২। মমতাদির ঘরে দেয়ালের গর্তে রাখা কী ছিল?
ক) ওষুধের শিশি
খ) ছেঁড়া কাঁথা
গ) প্রদীপ
ঘ) বইপত্র
উত্তর : ১৪.ক, ১৫.খ, ১৬.খ, ১৭. গ, ১৮.গ, ১৯.খ, ২০.গ, ২১.ক, ২২.ঘ।